DEHLIJ

তন্ময় ধর

শীতল রক্তের দাগ

তন্ময় ধর 



শীত কথা বলছে 

না

মাংসের তর্জমা থেকে আমরা ফিরছি কুয়াশায়

অচল শস্যকারাগারের ক্ষতচিহ্নে


তীব্র মাংসের সিগনালে আমি কাটা জিভের মত

ফেলে রেখেছি তোমাকে 

না 

সাপের কঙ্কালতন্ত্র বসে পড়েছে আমাদের শবাসনে 


এই অগভীর বকযন্ত্রে ও ভ্রূণহত্যার নেলপালিশে 

একটা শহরকে গিলছি আমি 

না

বিস্তৃত ফর্ম্যালিন থেকে কৌমার্যে থুতু ফেলতে পারো নি তুমি


গতি কথা বলছে

না

প্রসবরসের অভিনয় থেকে তোমার অন্ধ কশেরুকা কামড়ে ধরছে

আমার অসমাপ্ত জ্যাকপট


কপটনিদ্রায় চিড় ধরছে

না

মাংসের নিলাম থেকে একটা নীল রঙ

নেশার গন্ধকে নিয়ে যাচ্ছে নাচের স্কুলে


নাচের সমস্ত মাংসের ম্যারিয়েনেশনে 

কয়েক টুকরো অতিশীতলতা 

আমাদের গিলছে

না  





No comments

FACEBOOK COMMENT