DEHLIJ

অভি সমাদ্দার

 তলান্ন, এই তরঙ্গপ্রাণ- ৪


অভি সমাদ্দার 




গানের কাছে বসে থাকা, সাড়াময়

ডুবেছি চাঁদেরও পিছু পিছু

এসবই বাঁক নেওয়া চরিত্রে

কবিতার আপন দুধকুমার 

ঢকঢক শব্দ তোলে আর বুনে দেয়

আমাদের যত মরু কারু দিনমান

আমাদের শূন্যবোধের করতলগুলি

জলও গড়িয়ে যায়

সেই হাত ধুতে ধুতে

বলো কে আর শোনাবে আশাবরী

সবদিকে

ফতুর জনজীবন

শুধু উপুড়-ক্রিয়াটি, তরল পাল্কি ছুঁয়ে 

ঝরে পড়ে গ্লাসের আত্মায়

সেও তো এক দূরশ্রুত ডিহি সুর 

তাতেই বেজে ওঠা মরা চাঁদের পাশে

তাতেই ঢুলু ঢুলু চোখের অনুবাদ

তোমরা যাকে বলো- স্মৃতি ও সাঁকো

আমরা তার দ্রিদিম-পারাপার  !



তলান্ন, এই তরঙ্গপ্রাণ- ৫



হাতে ধরা নিঝুম গ্লাস

একটু পরেই গড়িয়ে পড়বে

টলটলে আত্মমোহন

কেননা সে জমা কম ও খরচের অধিক কলতান

আহা কলতান  ! 

কতোটা কাব্যি দিয়ে গেল

কতোটা খনন আশ্রয় ! 

সে হিসেবে - ফুরোয় একজীবন

সে হিসেবে - আমারও দীনানু-সমতা

গড়িয়ে পড়ে 

টুপার্ত জলের কোনো ব্যথায়

এইরূপ ঠিক-করা কারো মাৎ-প্রবেশক

এইরূপ ঝঞ্ঝাটতলে

ও আমার ভেতরিক দাদন

বলো 'আমি'-টির এই মাতোয়ারা

কোথায় রাখব

রোজ রোজ  ছোপ সীবনের মৃদু রাত

তবে কোথায় রাখব

যা-তলের ইষ্ট ছুঁয়ে থাকা এক মন

যা-ক্ষরিত রাত্রির

যাকিছু নিঝুম বিভাজিকা

রাখব কোথায়  !


No comments

FACEBOOK COMMENT