DEHLIJ

মানস চক্রবর্ত্তী

রুণু সম্পর্কে অতল ও বিস্ময়

মানস চক্রবর্ত্তী



১)


বিষ্টিতে ভিজতে ভিজতে 

রোদ্দুর ঢুকে যাচ্ছে 

রুণুর গভীর পর্ণমোচী অরণ্যে 

এটা ডাহা মিথ্যে কথা

বিষ্টি রোদ্দুর পর্ণমোচী আর অরণ্য 

 কথাগুলো মিথ্যে ছিল না

মিথ্যে আসলে বলায়

কেননা রুণু সেদিন 

আসলে ভিজতেই চেয়েছিল


#


২)

কলঙ্ক দিয়ে লেপ্তে চাইছি 

ঘরদোর উঠোনটুঠোন 

চাঁদ বের করে দেখাও এখন


একছুটে পুকুরের পাড় 

তার ওপাড়ে আরেকটা পুকুর 

তার ওপাড়ে আরেকটা 

পাড় ভাঙছে ঘাট 

পিছল চেটে চেটে 

কোথায় যে পৌঁছে যাচ্ছে রুণু


আসল জলাশয় ডুবে যাচ্ছে 

অতলের গায় 


#


৩)

কলঙ্ক লেপে লেপে 

আমার কথার মধ্যে কথাকলি ছুঁড়ে কোথায় গেলে 

কেবলই ঝুমঝুম ঘরময়

রুণু বেজে ওঠে


মুদ্রা খুলে আঙুল ছোঁয় বিস্তার 

অচীনের গায়ে অচীন 

হারাতে হারাতে বিশ্বময়  


#


৪)

বুকের ওপর চেপে বসছে 

তুলতুলে 

তুলতুলে আর তুলতুলে নয় 

রুণু গড়িয়ে গড়িয়ে পিপাসা 

বৈজন্তীর নাভির ভেতর 

তবুও তুচ্ছ ভয় 


#


৫)

কালোর কাছে চেয়ে চিন্তে 

ঘরে জমজমাট রাত্রি 

বসন খুলে 

বোষ্টুমী চিরাগ দেখালে 

দরজা হাপিস

রুণুও

কেন যে আটক মুক্তির দোর দালান 



No comments

FACEBOOK COMMENT