DEHLIJ

মধুছন্দা মিত্র ঘোষ

শীতলগ্ন

মধুছন্দা  মিত্র  ঘোষ



১)

চলাচল করা মৃদু কুয়াশার কাছে

শিখে নিচ্ছি সৌহার্দ্য প্রস্তাব 


২)

পেরিয়ে যাচ্ছি একের পর এক চৌকাঠ

বিষাদটুকু জড়িয়ে থাকে


৩)

উৎসুক শীত থেকে উড়ে আসে কান্নাজল


৪)

প্রতিটি শৈত্য দিনের দোহাই দিয়ে 

পুরনো বছরগুলো ঝরে যায়


৫)

বহুবর্ণ প্রতিশ্রুতি থেকে ঝেড়ে ফেলি সমুহ রাগকথামালা


৬)

অঘ্রাণ রঙ ম্লান হয়ে মিশে যায়

বাতিল সন্ধ্যেগুলোয়


৭)

বেহায়া কুয়াশার রাত গুনে গুনে

কাটিয়ে দেওয়া অবিমিশ্র সময় 


৮)

ছাড়পত্র না খুঁজেই  

আমার চোখ খুঁজে নিচ্ছে রঙিন তোমাকে


৯)

নাগরিক এই শীতলগ্ন

না বলে কয়ে 

উপমা রেখে গেছে কিছু 


১০)

হয়তো কেউ আসবে

হয়তো আসবে না 

ফিরে যাবে যখন-তখন

No comments

FACEBOOK COMMENT